রাজধানী মোহাম্মদপুরের একতা হাউজিং থেকে গাঁজাসহ মো. সবুজ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে একতা হাউজিং থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযান পরিচালনাকারী মোহাম্মদপুর থানার ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ মোদক ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের একতা হাউজিংয়ের ৬ নম্বর রোডের আলিফ টেইলার্সের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছে গাঁজা পাওয়া যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, আটক সবুজ মোহাম্মদপুরের একতা হাউজিংয়ের ৫ নম্বর রোডের মুন্নার গ্যারেজে থাকে। সে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার মতগৌরিপাড়া এলাকার মো. বাবলুর ছেলে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে পাঁচশ গ্রাম গাঁজাসহ আটক করে আমাদের একটি টিম। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।

এসএএ/এসএসএইচ