সবুজবাগে কিশোরীর আত্মহত্যা
রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় উর্মি আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সাড়ে ৯টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত উর্মির ফুফা জনি শেখ ঢাকা পোস্টকে বলেন, একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাক মেইল করে হুমকি দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতো প্রেমিক। বিষয়টি পরিবার জানতে পেরে মেয়েকে শাসন করে। পরে মেয়েটি গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, উর্মি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সবুজবাগের বাসাবোতে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত সে। উর্মির বাবা আবুলের একটি রিকশার গ্যারেজ রয়েছে। মা ঝর্ণা বেগম সিটি করপোরেশনের ক্লিনার পদে চাকরি করেন। দুই বোনের মধ্যে সে ছিল বড়।
কিশোরীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের পরিবার জানায় একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে জানতে পেরে তাকে নিষেধ করলে সে গলায় ফাঁস দেয়। ঢামেক হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এসএসএইচ