রাজধানীর হাতিরঝিলের চেয়ারম্যান গলি এলাকার একটি বাসায় তানিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, তিনি আগেই মারা করেন।

নিহতের শাশুড়ি ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, এক বছর আগে আমার ছেলে তৌহিদ প্রেম করে তানিয়াকে বিয়ে করে। বিয়ের সময় থেকে তৌহিদ চাকরি করত না। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। সোমবার সকালে এসব বিষয় নিয়ে আবারও ঝগড়া হয়।

পরে রাতে সে নিজের রুমের দরজা বন্ধ করে রাখে। অনেক ডাকাডাকির পরও না খুললে তৌহিদ এসে দরজা ভেঙে দেখে সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে আমি তানিয়াকে নিয়ে হাসপাতালে চলে আসি। তৌহিদ হাসপাতালে আসেনি।

তিনি আরও জানান, বর্তমানে আমরা হাতিরঝিল চেয়ারম্যান গলির ৪৫৯ নম্বর বাসায় থাকি।

মৃত্যু বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, হাতিরঝিল এলাকা থেকে অচেতন অবস্থায় এক নারীকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএএ/ওএফ