প্রথম বাংলাদেশি হিসেবে ভ্যাটিকানের কূটনৈতিক মিশনে নিয়োগ পেয়েছেন ড. ফাদার লিংকু লেনার্ড গোমেজ। তিনি রাজশাহী ধর্মপ্রদেশের বাসিন্দা ধর্মযাজক।

জানা যায়, গত ১ জুলাই পানামার অ্যাপোস্টোলিক ন্যানসিচারে পোপ ফ্রান্সিস তার নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। তিনি আগামী ১ আগস্ট কাজ শুরু করবেন।

লেনার্ড চার্চ নিয়ে ইতালির রোমে পড়াশোনা করেছেন। সেখানে এ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। একইসঙ্গে কূটনীতি নিয়েও পড়াশোনা করেছেন তিনি।

১৯৮১ সালের ১৭ নভেম্বর রাজশাহী খ্রিস্টান ধর্মপ্রদেশের অন্তর্গত নাটোরের বর্ণিতে জন্ম হয় লিংকুর। ছোটবেলা থেকেই ধর্মচর্চাকারী লিংকু ২০১৩ সালের ২৭ ডিসেম্বর ধর্মযাজকের দায়িত্ব পালন করছেন।

এনআই/জেডএস