জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি : পরিকল্পনামন্ত্রী
শেরে বাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর দপ্তরে ‘ফিফটি ইয়ারস অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি।
রোববার (১০ জানুয়ারি) শেরে বাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর দপ্তরে ‘ফিফটি ইয়ারস অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
বিজ্ঞাপন
বইটি লিখেছেন বোরহান উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক সিনিয়র সচিব দিলোয়ার বখ্ত, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সহ-সভাপতি কবি আসলাম সানিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বোরহান উদ্দিন আহমেদ বইটিতে খুব সাবলীল ভাষায় কবিতাগুলো উপস্থাপন করা হয়েছে। বইটিতে ভাস্কর্য নিয়ে একটি কবিতা লেখা হয়েছে। আমার খুবই ভালো লেগেছে। খুবই অল্প কথায় বাক্যগুলো লেখা হয়েছে। বাংলার পাশাপাশি ইংরেজি কবিতাও বইটিতে উপস্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
সাবেক সিনিয়র সচিব দিলোয়ার বখ্ত বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কবি বোরহান উদ্দিনের বইটির মোড়ক উন্মোচন করা হলো। আমি বইটি পড়ে দেখলাম, সবগুলো লেখাই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এ লেখাগুলো সব শ্রেণির মানুষের জানা প্রয়োজন।
তিনি বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করবো, এ বইয়ের কবিতাগুলো যেন পাঠ্যপুস্তুকে অন্তর্ভুক্ত করা হয়। শুধু পাঠ্যপুস্তুক নয় বিভিন্ন পাঠাগার, লাইব্রেরিসহ সরকারের প্রত্যেকটা সেক্টরে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কারণ বইটিতে দেশের গুণগান গাওয়া হয়েছে, স্বাধীনতা বিরোধী অপশক্তির কথা বলা হয়েছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে দেশের ভাবমূর্তি তুলে ধরা হয়েছে।
দিলোয়ার বখ্ত আরও বলেন, বর্তমান সরকার যখন ২০০৯ সালে ভিশন-২০২১ রূপকল্প প্রণয়ন করে, তখন এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রূপকল্পটি প্রায় বাস্তবায়নের দ্বারপ্রান্তে।
এসআর/এসএম