৫০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার, মালিকের সন্ধানে পুলিশ
প্রতীকী ছবি
রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে চোরাই মোবাইলসহ দুই জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৬ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- মো. সোহেল ও মো. মোশারফ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫০টি মোবাইল উদ্ধার করা হয়। এর মধ্যে ২৫টি অ্যান্ড্রয়েড ও ২৫টি বাটন ফোন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ জুলাই) ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে।
বিজ্ঞাপন
মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা অ্যান্ড্রয়েড মোবাইলের মডেলসহ আইএমইআই নম্বর দেওয়া হলো। এর মধ্যে কোনো ফোনের মালিক যদি নিজের মোবাইলটি শনাক্ত করতে পারেন, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা মতিঝিল বিভাগ (০১৩২০-০৪৫৯৮১) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
১। টেকনো-353507100158887, ২। রেডমি-865552049882396, ৩। অপ্পো-864490049737396, ৪। সিম্ফোনি-357974066799003, ৫। হুয়াওয়ে-863980038492970,
৬। এলজি-013687001218345, ৭। এমআই-868043039347951, ৮। নোকিয়া-354211102094088, ৯। স্যামসাং-353505070380408, ১০। ভিম্যাক্স-352958103232743, ১১। ব্রান্ড নাম ছাড়া হ্যান্ডসেট-352042080173574, ১২। স্যামসাং-359065850125519, ১৩। অপ্পো-868346021178791, ১৪। আসুস-359376094091189, ১৫। লাভা-358728080741121, ১৬। নোকিয়া-353395094317887, ১৭। ওয়ালটন-358468070925596, ১৮। স্যামসাং-352168069881588,
১৯। লাভা-352973101070383, ২০। স্যামসাং-352217080232469।
ডিবি জানায়, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইলের আইএমইআই নাম্বার সংগ্রহ করা সম্ভব হয়নি।
এছাড়া উদ্ধার করা ২৫টি বাটন মোবাইলের মধ্যে নোকিয়া- আটটি, সিম্ফোনি- পাঁচটি, আইটেল- তিনটি, ওয়ালটন- দুটি, উইনস্টার- দুটি, আইম্যাক্স, আইস ফোন, জিওনি, ফাইভ স্টার ও জেলটা ব্র্যান্ডের একটি করে ফোন রয়েছে।
এআর/এসএসএইচ