আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরের তিন জেলায় বন্যার শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এ সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া আগামী সপ্তাহের শেষ দিকে একাধিক অঞ্চলে বন্যার আশঙ্কাও করছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরের দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে আপাতত কোনো দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই। গত সপ্তাহে আমরা সতর্কতা দিয়েছিলাম চলতি সপ্তাহে বন্যার শঙ্কা নিয়ে। কিন্তু এটা এই মুহূর্তে কিছুটা বিলম্বিত হতে পারে। উজানে বৃষ্টির পরিমাণ কিছুটা পরিবর্তন হয়ে গেছে।

মো. আরিফুজ্জামান জানান, হয়তো আগামী সপ্তাহের শেষ দিকে কিছু জেলায় বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। স্বাভাবিক যে বন্যা তেমন হতে পারে। বন্যা উত্তরাঞ্চলের দিকে শুরু হবে। ব্রক্ষপুত্র নদের পানি বাড়তে পারে। বন্যা তো এখনো শুরু হয়নি, সুতরাং দীর্ঘস্থায়ী বন্যা হওয়ার শঙ্কা একটু পরে দেখা দিতে পারে, যোগ করেন তিনি।  

আরিফুজ্জামান বলেন, তিস্তা অববাহিকায় রংপুর বিভাগের তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। তিন জেলার মধ্যে রয়েছে লালমনিরহাট, নীলফামারী এবং রংপুর।

এদিকে আজ নদনদীর পরিস্থিতির তথ্যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র, যমুনার পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গঙ্গা-পদ্মার পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদনদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। 

আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানির সমতল ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

একে/জেডএস