রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি এবং জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটককৃতদের নাম জানাতে পারেননি তিনি।

আ ন ম ইমরান খান বলেন, বুধবার (৭ জুলাই) রাতে রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১০।

এ বিষয়ে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।

এমএসি/এসকেডি