হবিগঞ্জে মানিক চৌধুরী পাঠাগারের যাত্রা শুরু

হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী পাঠাগার রোববার (১০ জানুয়ারি) সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকীর দিনে এটি উন্মুক্ত করা হলো। 

রোববার সকালে ৪০ জন বীর মুক্তিযোদ্ধা, তিন জন নারী মুক্তিযোদ্ধা, তিন জন শহীদ পরিবারের সন্তান উপস্থিত থেকে ১১ জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক বই, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে পাঠাগারের যাত্রা শুরু করা হয়।

মানিক চৌধুরীর মেয়ে ও সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঢাকা পোস্টকে জানান, বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী পাঠাগার উন্মুক্ত করা উপলক্ষে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় পাঠাগার ও হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘরে মিলাদ মাহফিল এবং পরবর্তীতে ৭ দিন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

তিনি আরও জানান, পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধনী হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। দেশবরেণ্য ব্যক্তিত্বরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করছেন পাঠাগার প্রতিষ্ঠাতা ও জমিদাতা কেয়া চৌধুরী।

তিনি ঢাকা পোস্টকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আমার বাবা কমান্ড্যান্ট মানিক চৌধুরী একজন ভাষা সংগ্রামী। ভাষার মাসকে আমরা উদযাপন করব ভাবগাম্ভীর্যে। ভাষার মাসেই পাঠাগার আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। 

পাঠাগার প্রাঙ্গণে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা তৈয়ব আলী বলেন, মানিক ভাই অত্যন্ত সাহসী একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার নেতৃত্বে বঙ্গন্ধুর নির্দেশনাকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। 

মুক্তিযোদ্ধা জিয়াউল আহসান বলেন, মানিক ভাই অত্যন্ত নিঃস্বার্থ একজন মানুষ ছিলেন। অত্যন্ত সাহস নিয়ে মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে প্রশিক্ষণ দিতেন। 

অধ্যক্ষ নিখিল ভট্টচার্য্য বলেন, বঙ্গন্ধুর ডাকে হবিগঞ্জে কমান্ড্যান্ট মানিক চৌধুরীর সঙ্গে শেরপুর-সাদিপুরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। 

মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন বলেন, কমান্ড্যান্ট মানিক চৌধুরীর মেয়ে কেয়া চৌধুরী নিজের পৈতৃক সম্পত্তি আমাদের জন্য দান করেছেন। এই জাদুঘর আমাদের সকলের জাদুঘর। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যপক ইকরামুল ওয়াদুদ। তিনি বলেন, এই মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাঠাগার মানিক চৌধুরীর মেয়ে কেয়া চৌধুরীর মাধ্যমে গড়ে উঠছে। কিন্তু এটি আমাদের সবার। 

পিএসডি/এইচকে