করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৮ জুলাই) ডিএনসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদলতের অভিযানে মোট ৩৯টি মামলায় ৫৩ হাজার ৯৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, আজকের অভিযানে ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ২৬ হাজার ৫০০ টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৭০০ টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ৯টি মামলায় ৬ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৫ হাজার ৬০০ টাকা এবং একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান পরিচালিত মোবাইল কোর্টে ১০টি মামলায় ১০ হাজার টাকা এবং ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এভাবে মোট ৩৯টি মামলায় আদায় করা জরিমানার সর্বমোট পরিমাণ ৫৩ হাজার ৯৭০ টাকা।

এএসএস/জেডএস