মশা নিধন না হলে বাজেটের টাকা কোথায় যায়?
ডেঙ্গু দমনে ব্যর্থতার কারণে বিগত দিনগুলোর চেয়েও দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখে দেশবাসী। মশা নিধন না হলে বাজেটের টাকা কোথায় যায়? এমনটাই প্রশ্ন তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (১১ জুলাই) সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই প্রশ্ন উঠে আসে।
তারা বলেন, করোনার পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতিও ভয়াবহতা রূপ ধারণ করেছে। শুধু ঢাকাতেই এ বছর ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সারাদেশে আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। গত ৯ জুলাই সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৮ জন। ২৪ ঘণ্টার এই চিত্র ২০১৯ সালের ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিকে স্মরণ করিয়ে দেয়। স্থানীয় সরকার ও সিটি করপোরেশন আবারও ডেঙ্গু দমনে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বিজ্ঞাপন
ডেঙ্গুর ভয়াবহ উপদ্রব ও আশঙ্কাজনকভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন।
সংগঠনটি বলছে, একদিকে করোনা, অন্যদিকে ডেঙ্গু। এগুলো নিয়ে পুরো জনপদ আজ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। করোনার অজুহাত দিয়ে ডেঙ্গু প্রতিরোধের ব্যর্থতা ঢাকবার সুযোগ নেই। প্রতিটি সিটিতেই মশা নিধনে বিশাল বিশাল বাজেট থাকে। মশা যদি নিধন-ই না হয়, তবে বাজেটের টাকা কোথায় যায়? জনগণ তা জানতে চায়। স্থানীয় সরকার ও সিটি করপোরেশন বাস্তবতার আলোকে সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়ন করলে আজ আমাদের করোনার পাশাপাশি ডে২ঙ্গু আতংকে ভুগতে হত না।
বিজ্ঞাপন
বিবৃতিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আসুন আমরা সতর্ক হয়ে নিজ বাসার আঙ্গিনা, ফুলের টব, বাসার ছাদ, এয়ার কন্ডিশন, বারান্দাসহ যেসব জায়গায় পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়মিত তদারকি করি। জমে থাকা পানি পরিষ্কার রাখি। নিজেদের ডেঙ্গু মুক্ত রাখি, পাশাপাশি ডেঙ্গুর বংশবিস্তার রোধে সহায়তা করি।
এমএইচএন/এমএইচএস