ব্যারিস্টার মাহবুবুর রহমান

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান আরও এক বছর পদে থাকছেন।  এ সময়ের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন-২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে ২০২০ সালের ৩ মে মাহবুবুর রহমানকে সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। ১৯৮৯ সালে অষ্টম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি । চাকরির বয়স শেষে ৩০ জুলাই তার অবসরে যাওয়ার কথা ছিল।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আরেক প্রজ্ঞাপনে মিনার মনসুরকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 

এসএইচআর/আরএইচ