বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চাকরি দেওয়া হবে- এমন প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচ দালালকে আটক করা হয়েছে। 

সোমবার (১২ জুলাই) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নির্দেশে আটকদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

প্রশান্ত কুমার মজুমদার জানান, গোপন সূত্রের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে পাঁচ দালালকে আটক করা হয়। তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত আনসার বাহিনীর সদস্য এপিসি মো. সাহিদুল ইসলাম। দালালরা চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দালালরা চাকরির প্রলোভনে টাকা নেওয়াসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

আটকরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ভালুকা গ্রামের উজ্জ্বল, গাজীপুর সদরের জয়দেবপুরের ভুরুলিয়ার মো. ইয়াকুব ইসমাইল, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার রায়চন্দ্রপুর গ্রামের মো. জয়নাল আবেদীন, যশোর জেলার মনিরামপুর উপজেলার বাসুদেবপুরের মো. রবিউল ইসলাম এবং টাঙ্গাইল জেলার ঘাটাইলের ফিরোজ।

টিআই/আরএইচ