সব সিটি করপোরেশনের রাস্তা আইডিভুক্ত হবে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম
ঢাকার দুটিসহ দেশের সব সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত রাস্তাগুলো আইডিভুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সোমবার (১২ জুলাই) জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দ্বিতীয় পরিষদের সপ্তম করপোরেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, সিটি করপোরেশন থেকে যেসব রাস্তা নির্মাণ করা হয়, সেগুলো কোনো আইডি নম্বর (পরিচয় নম্বর) নেই। তাই এগুলো আইডিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এলজিইডির উদাহরণ টেনে তিনি বলেন, তাদের সব রাস্তার আইডি নম্বর রয়েছে। এ নম্বর থাকার ফলে রাস্তা নির্মাণ, পাকাকরণ অথবা সংস্কার করতে সুবিধা হয়। রাস্তা নেই অথবা থাকলেও পাকা বা সংস্কার না করেও বিল দেখানো বা অনিয়মের সুযোগ থাকে। স্বচ্ছতা আনার লক্ষ্যে সব সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত রাস্তাগুলো আইডিভুক্ত করা হবে।
বিজ্ঞাপন
মো. তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরের অনেক খাল-জলাশয় ভুয়া কাগজ তৈরি করে দখল করা হয়েছে। শুধু তাই নয়, দখল করে সেখানে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বাসা-বাড়িসহ যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণ করা হোক না কেন, এগুলো অবশ্যই দখলমুক্ত করতে হবে।
উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সব কাউন্সিলর এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা অংশ নেন।
এসএইচআর/আরএইচ