মুশফিকুর রহমান উজ্জ্বল

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ মুশফিকুর রহমান উজ্জ্বল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সোমবার (১২ জুলাই) রাতে শেরেবাংলা নগর এলাকার শাপলা হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর মোহাম্মদ কামরুল সোহেল।

তিনি বলেন, আজ রাতে শাপলা হাউজিংয়ের একটি বাসা থেকে উজ্জ্বল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। তার বিরুদ্ধে ধর্ষণ থেকে শুরু করে চাঁদাবাজি ও অস্ত্রসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

এমএসি/আরএইচ