রাজধানীতে পুলিশের চেকপোস্ট/ ছবি : সুমন শেখ

করোনা নিয়ন্ত্রণে সরকারঘোষিত বিধিনিষেধ (লকডাউন) না মেনে রাজধানীতে ৬০৪ জন গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার (১২ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিএমপি জানিয়েছে, সোমবার (১২ জুলাই) এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ।

এদিন সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬০৪ জনকে গ্রেফতার করা হয়। বিধিনিষেধ উপেক্ষা করে ঘরের বাইরে আসায় ১৬৮ জনকে জরিমানা করা হয় দুই লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।

তাছাড়া, সরকারঘোষিত লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৭২৭টি গাড়িকে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করে।

রোববার সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হন ৭০৭ জন। ১৮৪ জনকে জরিমানা করা হয় পাঁচ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা। ২৪৪ টি গাড়ির বিরুদ্ধে পাঁচ লাখ ৫২ হাজার ৫০০ হাজার টাকার মামলা দেওয়া হয়।

জেইউ/আরএইচ