১৬৫ জন শ্রবণ প্রতিবন্ধীর মধ্যে জরুরি খাদ্য সহায়তা প্যাকেজ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোমবার (১২ জুলাই) সোসাইটির সদরদফতরে এসব ফুড প্যাকেজ বিতরণ করা হয়। সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

রেড ক্রিসেন্ট জানায়, প্রতিটি খাদ্য প্যাকেজে চাল সাড়ে ৭ কেজি, ডাল এক কেজি, সয়াবিন তেল এক লিটার, লবণ এক কেজি ও সুজি ৫০০ গ্রাম রয়েছে। শ্রবণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয় করে করোনাকালীন সহায়তার অংশ হিসেবে এসব খাদ্য প্যাকেজ সোসাইটির নিজস্ব ত্রাণ তহবিল থেকে বিতরণ করা হয়।

সংস্থাটি জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত আট জেলাতে (রাজশাহী, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, নওগাঁ) তিন হাজার পরিবারকে দুই হাজার ৫০০ টাকা করে ৭৫ লাখ টাকা সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা চলতি মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে।

ফুড প্যাকেজ বিতরণকালে উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নুর-উর-রহমান, ম্যানেজিং বোর্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম ও মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন।

এনআই/এসএসএইচ