রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় মোবাইলে গেমস খেলা নিয়ে কিশোরী চাঁদনী আক্তারকে (১৩) বকা দিয়েছিলেন মা। তাই অভিমানে আত্মহত্যা করে চাঁদনী। মঙ্গলবার (১৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় চাঁদনীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা। পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ শরীফ ঢাকা পোস্টকে জানান, চাঁদনী স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত। আজ (মঙ্গলবার) চাঁদনীর মা মোবাইল গেমস খেলা নিয়ে বকাঝকা করেন। চাঁদনীর চোখের সমস্যা ছিল। চিকিৎসক বলেছিল চাঁদনীকে মোবাইল খেলতে ও ধরতে দেবেন না। তাই মোবাইল ফোনে গেমস খেলায় তার মা বকা দিয়েছিলেন। অভিমান করে সে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। অচেতন অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরীফ আরও জানান, বর্তমানে যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকে চাঁদনীর পরিবার। চাঁদনীরা তিন বোন। তাদের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, মোবাইলে গেমস খেলা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসকেডি