পিরোজপুরে হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়
পিরোজপুরে হচ্ছে নতুন একটি বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বিজ্ঞাপন
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। কবি বাসিত
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা (খসড়া আইন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসেছে। এর আগে যেসব প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, ঠিক ওরকমই করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিকভাবে এটা নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটা আইন মন্ত্রণালয়ে যাবে, এরপর আবার কেবিনেটে আসবে।
উল্লেখ্য, দেশে বর্তমানে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এসব বিশ্ববিদ্যালয় সরকারের অর্থায়নে প্রতিষ্ঠা করা হয়।
এর মধ্যে ঢাকা বিভাগে ১০টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে সাতটি ঢাকা শহরে, দু'টি গাজীপুরে এবং একটি সাভারে অবস্থিত।
চট্টগ্রাম বিভাগে ছয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে চারটি চট্টগ্রামে, একটি চাঁদপুরে, একটি রাঙামাটিতে, একটি নোয়াখালীতে ও একটি কুমিল্লায় অবস্থিত।
খুলনা বিভাগে ছয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে চারটি খুলনায়, একটি যশোরে এবং একটি কুষ্টিয়ায় অবস্থিত। রাজশাহী বিভাগে পাঁচটি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে দু'টি রাজশাহীতে, একটি বগুড়াতে (সর্বশেষ), একটি পাবনায় এবং একটি সিরাজগঞ্জে অবস্থিত।
বরিশাল বিভাগে দু'টি বিশ্ববিদ্যালয় রয়েছে। যার মধ্যে একটি বরিশালে এবং একটি পটুয়াখালীতে অবস্থিত। সিলেট বিভাগে দুটি (সর্বশেষ হবিগঞ্জ) বিশ্ববিদ্যালয় রয়েছে। রংপুর বিভাগেও দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে একটি রংপুর শহরে এবং অন্যটি দিনাজপুরে অবস্থিত। ময়মনসিংহ বিভাগে ৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে একটি নেত্রকোনা জেলায়, একটি জামালপুর জেলায় ও দুটি ময়মনসিংহ জেলায় অবস্থিত।
এসএইচআর/এনএফ