তৃতীয় ধাপে পৌর নির্বাচনে বৈধ প্রার্থী তিন হাজার ৫৪৮
নির্বাচন ভবন
তৃতীয় ধাপে ৬৪ পৌরসভা নির্বাচনে তিন পদে মোট বৈধ প্রার্থী ৩ হাজার ৫৪৮ জন। এর মধ্যে মেয়র পদে ২৫৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭২ এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৫১৯ জন বৈধ প্রার্থী রয়েছেন বলে জানান নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব এসএম আসাদুজ্জানাম।
রোববার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর এ তিন পদে মোট মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩ হাজার ৭১৫ জন। যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ১৬৭ জন। তফসিল অনুযায়ী গত ৩১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং বাছাই হয়েছে গত ৩ জানুয়ারি। আর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ছিল ১০ জানুয়ারি পর্যন্ত।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কুমিল্লার লাকসাম পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী রয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন তারা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় মেয়র পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। করোনাভাইরাস মহামারির মধ্যে এবার চার ধাপে পৌরসভা নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপের তফসিলের ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬২ পৌরসভায় ভোট হবে। এর মধ্যে ৩০ পৌরসভায় ইভিএম এবং ৩২ পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ হবে।
আর তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় ৩০ জানুয়ারি ভোট হবে। চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোটগ্রহণ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।
এসআর/এসএম