সড়কের একপাশে যানজট থাকলেও অপর পাশ ছিল স্বাভাবিক

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর প্রগতি সরণি সড়কে ধীরগতিতে চলছে যানবাহন। সড়কের একপাশে বিক্ষিপ্ত যানজট থাকলেও অপর পাশে চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রগতি সরণির কালাচাঁদপুর থেকে লিংক রোড এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার দিকে প্রগতি সরণির দু’পাশের সড়কের যান চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যাত্রী ও গাড়ির চাপ বাড়তে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে লিংক রোড থেকে কুড়িল বিশ্বরোডগামী সড়কে যানজট সৃষ্টি হয়। সকাল ১০টার দিকে তা বাড়তে থাকে। তবে সকাল ১০টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড থেকে লিংক রোডগামী রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল।

মাঝ সড়কে বাস থামিয়ে ডাকা হচ্ছে যাত্রী

সরেজমিনে আরও দেখা যায়, বাস চালকরা শৃঙ্খলা না মেনে প্রতিযোগিতায় ব্যস্ত। ডিএমপির নির্ধারিত বাস স্টপেজে না থামিয়ে যত্রতত্র গাড়িয়ে থামিয়ে যাত্রী তুলছেন তারা। এতে করে যানজট সৃষ্টি হচ্ছে।

উত্তর বাড্ডায় বাসের জন্য অপেক্ষরত অফিসগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, সকালে যানজট তুলনামূলক কম। কিন্তু এটা আসল চিত্র না। প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়।

মূল সড়কে রিকশা প্রবেশ যানজটে ভূমিকা রাখছে

আরেক যাত্রী ইমন হায়দার বলেন, বাস চালকদের এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। তাদের অনিয়ন্ত্রিত গাড়ির কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে প্রগতি সরণি সড়কে চলাচল করা রাইদা পরিবহনের বাসচালক মিলন হোসেন বলেন, নতুনবাজার থেকে জায়গায় জায়গায় রাস্তা কাটা। সড়কে রিকশা যাতায়াত আছে। এসব কারণে এ সড়কে গাড়ি ধীরগতিতে চলে।

সুযোগ পেলে যাত্রী তোলার আশায় তারা ওভারটেক করেন বলে স্বীকার করেন মিলন।

প্রগতি সরণিতে কর্মরত একজন ট্রাফিক সার্জেন্ট বলেন, লিংকরোড মোড়ের কারণে এ সড়কে যানজট বেশি। ওই এলাকা দিয়ে গাড়ি ঘুরতে বেশি সময় লাগছে। ফলে পুরো সড়কে এর চাপ পড়ছে। এছাড়া অবৈধ পার্কিং,বাস চালকদের ওভারটেকিং ও যাত্রীদের অসচেতনতার কারণে যানজট হচ্ছে। তবে আমরা উন্নতির জন্য কাজ করছি।

নির্দিষ্ট লেন না মেনে চলছে বাস 

এ প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের বাড্ডা জোনের এসি সুভির চঞ্জন দাস বলেন, কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফিট পর্যন্ত রাস্তার কিছু উন্নয়ন কাজ চলছে। যার প্রভাব প্রগতি সরণিতে পড়ছে। এছাড়া যমুনা ফিউচার পার্কের সামনে ফুটওভার ব্রিজ ও সড়কে মেট্রোরেলের কাজ শুরু হয়েছে। এসব কারণে প্রগতি সরণিতে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। এসব কাজ শেষ হয়ে গেলে যানজট অনেকটা কমে যাবে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি ট্রাফিক নিয়ন্ত্রণে রাখতে।

এমএএসি/এসআরএস