যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সেনিটারি মিস্ত্রির মৃত্যু
ঢামেক মর্গ
রাজধানীর যাত্রাবাড়ী থানার মুক্তিনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে পাইপ ফিটিংসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনিটারি ফিটিংস মিস্ত্রি মেহেদী হাসান মৃধা (২০) মারা গেছেন। এ ঘটনায় বাজিত (২৯) নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাজিতকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
নিহত মেহেদী হাসানের বোনের স্বামী আজমল ঢাকা পোস্টকে বলেন, আমি আর আমার শ্যালক একইসঙ্গে থাকতাম। আজ দক্ষিণ যাত্রাবাড়ী মুক্তিনগর এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় পাইপ ফিটিংসের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাজিত নামের আরও একজন আহত হয়েছেন। চিকিৎসক তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/আরএইচ