রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছে আতংকের নাম মো.মজিবুর রহমান শেখ ওরফে মজিদ ওরফে রাসেল ওরফে চাঁদা দাদা। 

প্রতি মাসেই চাঁদা দাদার লোকজন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতেন। কোনো ব্যবসায়ী চাঁদা দিতে না পারলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করতেন দাদার লোকজন। এ ভয়ে দাদাকে চাঁদা দিতে বাধ্য ছিলেন ব্যবসায়ীরা।

এসব অভিযোগের ভিত্তিতে চাঁদা দাদাকে বুধবার (১৪ জুলাই) তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে তেজগাঁও গোয়েন্দা বিভাগের একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও ডিবির জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সূমা।

মো. শাহাদত হোসেন সূমা জানান, চাঁদা দাদা বাহিনীর সদস্যরা কারওয়ান বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতো। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে দাদার নির্দেশে তার লোকজন হামলা চালাতো।  

তিনি বলেন, এ রকম অভিযোগের প্রেক্ষিতে গত বছরের (২০২০ সালের) আগস্ট ও সেপ্টেম্বর মাসে তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা হয়। এ মামলা দুটির তদন্তের দায়িত্ব পায় ডিবির তেজগাঁও জোনাল টিম। মামলা দুটি তদন্তকালে গত বছরই এই বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে এই বাহিনীর মজিদসহ বেশ কয়েক জনের নাম পাওয়া যায়। সেই তথ্যমতে চাঁদা দাদাকে গ্রেফতার করা হয়।

এমএসি/এনএফ