পল্টনে ট্রাকচাপায় প্রাণ গেল দুই হোটেল কর্মচারীর
রাজধানীর পল্টনে ট্রাকের চাপায় রাজ হোটেলের দুই জন কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারার পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাকির (৩০) ও শাকিল (১৫)।
শুক্রবার (১৬ জুলাই) পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আশরাফ হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়লা ফেলে আসার সময় একটি ট্রাক রাজ হোটেলের দুই কর্মচারীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় জাকির এবং শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান জানান, শাকিল ও জাকির অনেকদিন ধরে সেখানে কাজ করত। তারা হোটেলেই থাকতো।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, পল্টন থেকে গুরুতর আহত অবস্থায় ২ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি পল্টন থানা তদন্ত করে দেখছে।
এসএএ/এমএইচএস