রাত পোহালেই ঈদুল আজহা। শেষ সময়ে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন পশুর হাটে বেচাকেনা। এছাড়াও বিভিন্ন মোড়ে মোড়ে ছাগল বিক্রি করছেন মৌসুমি বিক্রেতা। সেখান থেকে ছাগল কিনছেন পাড়া মহল্লার বাসিন্দারা। 

রাত সাড়ে ১১টায় রাজধানীর হাতিরপুল বাজারের পাশে মানুষের উপচে পড়া ভিড়। একটু এগিয়ে যেতেই দেখা মিলল ক্রেতা বিক্রেতার দর কষাকষির চিত্র। 

বগুড়া থেকে ছাগল বিক্রি করতে এসেছেন ফজলু। তিনি জানান, ২০টি ছাগল এনেছিলেন। ৬-৭টি বিক্রি করেছেন এখানে দাঁড়িয়েই। বাকিগুলো বিক্রি হলেই ফিরে যাবেন বগুড়ায় প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে। 

ফজলুর সঙ্গে ছাগলের দাম নিয়ে দর কষাকষি করছিলেন পুকুরপাড় এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী শফিকুল আলম। তিনি বলেন, একটা গরু কিনেছি। দেখলাম এখানে ছাগল বিক্রি হচ্ছে। তাই দামদর করে দেখছি মিলে কি না। 

ফজলু তার হাতে থাকা একটি ছাগলের দাম চেয়েছিলেন ১৫ হাজার। ক্রেতা শফিকুল আলম ১০ হাজার টাকা দাম বললেন। জবাবে বিক্রেতা বললেন, এই দামে কিনতেও পারিনি। 

সরেজমিন ঘুরে দেখা যায়, অনেকেই ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে এসেছেন ছাগল কিনতে। সন্তানের খুশির জন্য এই শেষ সময়ে সাধ্যের মধ্যে কেনার চেষ্টা করছেন ছাগল। 

এইউএ/এসকেডি