দুপুরে ফাঁকা, বিকেলে যানজট
সিগন্যালে গাড়িগুলো আটকে আছে
রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের দিন অর্থাৎ বুধবার (২১ জুলাই) দুপুরে সড়ক ছিল ফাঁকা। তবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে, একপর্যায়ে তা যানজটে রূপ নেয়।
সরেজমিন রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, শেরেবাংলা নগর ও বিজয় সরণি এলাকা ঘুরে দেখা যায়, সড়কে যানবাহনের বেশ চাপ। কোনো কোনো সিগন্যালে ১৫ থেকে ২০ মিনিটের বেশি সময় ধরে যানবাহনগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বিজ্ঞাপন
তেজগাঁও ফ্লাইওভারের উপরে যানজট লক্ষ করা যায়। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ ঢাকা পোস্টকে বলেন, গতকাল বিকেল থেকে গাড়ির চাপ কম ছিল। আজ (ঈদের দিন) দুপুর পর্যন্ত তা অব্যাহত ছিল। তবে বিকেল থেকে সড়কে হঠাৎ গাড়ির চাপ বেড়েছে।
বিজ্ঞাপন
সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক- শেরেবাংলা নগর জোন) শোভন চন্দ্র ঢাকা পোস্টকে বলেন, বিজয় সরণিসহ শেরেবাংলা নগর এলাকায় বিকেল থেকে গাড়ির চাপ খুব বেশি। সাধারণত ছুটির দিনে এমনটি দেখা যায় না। ট্রাফিক সার্জেন্টদের মাধ্যমে জানতে পেরেছি প্রাইভেটকারের সংখ্যা অনেক।
নাবিস্কো মোড়ে প্রাইভেটকারের চালক সবুজ মিয়া বলেন, মালিক দুটি পশু কোরবানি দিয়েছেন। কোরবানির মাংস আত্মীয়-স্বজনদের বাসায় পৌঁছে দিতে বের হয়েছি।
তেজগাঁও এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট বলেন, এ এলাকায় বাস চলাচল কম, প্রাইভেটকারের সংখ্যাই বেশি। এছাড়া গরুবোঝাই গাড়ি, পিকআপ, ট্রাক ও ময়লার ট্রাকও বেশি চলাচল করছে।
জেইউ/আরএইচ