৩ ফেসবুক হ্যাকার গ্রেফতার
হ্যাকারের প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন হ্যাকারকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতাররা বিভিন্নজনের ফেসবুক হ্যাক করে তাদের সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করতেন।
ডিসি ওয়ালিদ জানান, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাবাদের বিষয়ে দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলন করবেন। এরপর তাদের আদালতে তোলা হবে।
বিজ্ঞাপন
এআর/এইচকে