চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৩০১ জন। করোনা শনাক্তের হার প্রায় ২৩ দশমিক ০৮ শতাংশ।

শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের সাতটি ল্যাবে এক হাজার ৩০৪ জনের নমুনা পরীক্ষা করে ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৫৮ জন এবং বিভিন্ন উপজেলার ৪৩ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার তিনজন, সাতকানিয়ায় একজন,  বাঁশখালীর একজন, পটিয়ার তিনজন, বোয়ালখালীর তিনজন, রাঙ্গুনিয়ার চারজন, রাউজানের তিনজন, ফটিকছড়ির পাঁচজন, হাটহাজারীর ১৩ জন, সীতাকুণ্ডের ছয়জন ও সন্দ্বীপের একজন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৫৬২ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৬ হাজার ৪৪০ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৮ হাজার ১২২ জন।

মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন নগরের বাসিন্দা, আর বাকি তিনজন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৩৯ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৩৫ জন।

এর আগে, শুক্রবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪৫১ জন ও ছয়জনের মৃত্যু হয়েছিল।

কেএম/ওএফ