রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনে গাড়ির গ্যারেজে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় প্রায় ৫০ মিনিট পর নির্বাপণে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

তবে আগুনে সিল্ক লাইন ট্রাভেলস পরিবহনের দুটি বাস পুড়ে গেছে। প্রাইভেটকারসহ দুটি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। 

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রোববার (২৫ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট পাঠানো হয়। বেলা ১১টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ হয়। 

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, মোট সাতটি ইউনিট এখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি বলেন, এখানে দেখতে পেয়েছি ফরচুন মোটরস, আলাউদ্দিন মোটরসসহ সাত-আটটি গ্যারেজ আছে। খুব সম্ভবত গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত এখানে। পরে বাসে ও প্রাইভেটকারে তা ছড়িয়ে পড়ে।

আগুন লাগার কারণ নিয়ে তিনি বলেন, এই মুহূর্তে বলতে পারব না কীভাবে লেগেছে। আমরা ধারণা করছি যে, গ্যারেজ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে লেগেছে।

আগুন পরিকল্পিত কি না জানতে চাইলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘এখনই বলতে পারব না এই আগুন কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে কি না।’

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘দুটি বাস ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত-আটটা গ্যারেজ মিলিয়ে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কাউন্সিলর সুলতান মিয়া বলেন, ‘আগুনের খবরে দ্রুত ঘটনাস্থলে আসি। দ্রুত আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

জেইউ/জেডএস