বিধিনিষেধ অমান্য করা ১৫ জনকে জরিমানা করেছে র্যাব
সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীর শাহবাগ মোড়ে র্যাব-৩ একটি অভিযান পরিচালনা করে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ জনকে আট হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। র্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য সরকার কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে। আর কঠোর বিধিনিষেধ যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেজন্য আমরা সকাল থেকে শাহবাগ মোড়ে অভিযান পরিচালনা করেছি। আমাদের সবাইকেই বিধিনিষেধের নিয়ম অবশ্যই মানতে হবে। এছাড়া আমাদের হাতে অন্য কোনো বিকল্প নেই।
তিনি বলেন, যারা বিধিনিষেধের নিয়ম মেনে চলছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আর যারা রাষ্ট্রীয় আইনকে তোয়াক্কা করছেন না, তাদের জন্য আমরা মাঠে নেমেছি। আমরা আজকের অভিযানে প্রত্যেককেই চ্যালেঞ্জ করেছি। যারা সঠিক এবং যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেননি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। অভিযানে আমরা ১৫ জনকে পেয়েছি, যারা করোনার বিধিনিষেধ অমান্য করেছেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন
এমএসি/এসএসএইচ