রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক খান (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল চারটায় মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই দুলাল খান ঢাকা পোস্টকে বলেন, আমরা সবাই সবুজবাগ নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার এক নম্বর গলির একটি বাসায় ভাড়া থাকি। আমার ভাই একজন নির্মাণ শ্রমিক। বাইরে থেকে এসে খাওয়া-দাওয়া শেষে বিশ্রামের সময় টেবিল ফ্যানের সুইচ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

এসএএ/আরএইচ