করোনাভাইরাসে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪০৪ সদস্য আক্রান্ত হয়েছেন। ভাইরাসে মারা গেছে ৩ জন। ফায়ার সার্ভিসের সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সর্বশেষ সোমবার (২৬ জুলাই) এই তথ্য হালনাগাদ করা হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৩৫৮ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে এবং আইসোলেশনের আছেন ৪৩ জন।

এর আগে সর্বশেষ ২২ জুলাই অবসরে যাওয়ার ৩ মাস আগে অধিদফতরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান উপ-পরিচালক আবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

আবুল হোসেন ১৯৮৩ সালের ৭ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে স্টেশন অফিসার হিসেবে যোগ দেন। এরপর তিনি দীর্ঘ কর্মজীবনে ওয়ার হাউজ ইন্সপেক্টর, সিনিয়র স্টেশন অফিসার, উপ-সহকারী পরিচালক এবং সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

২০১৭ সালে আবুল হোসেন উপ-পরিচালক পদে পদোন্নতি পান। ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পালন করছিলেন। আগামী ২ অক্টোবর তার চাকরিজীবন শেষে অবসরে যাওয়ার কথা ছিল।

এআর/এমএইচএস