জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান আলী কবীর
অবসরপ্রাপ্ত সচিব এ এস এম আলী কবীর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ১৫ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের মেয়াদে সরকারের সচিব পদমর্যাদায় ও সংশ্লিষ্ট সুবিধাসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাতীয় নদী রক্ষা কমিশন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা। চেয়ারম্যান ও একজন নারী সদস্যসহ পাঁচ সদস্যের সমন্বয়ে এ কমিশন গঠিত। কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা তিন বছরের জন্য সরকার কর্তৃক নিযুক্ত হন।
বিজ্ঞাপন
কমিশনের চেয়ারম্যান ও একজন সদস্য সার্বক্ষণিক, অবশিষ্ট তিন জন সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করেন।
এসএইচআর/ওএফ