রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদকসেবী আটক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদকসেবীকে আটক করে কারাদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের আলকাতরা পট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন। 

তিনি জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযানে যাই। সেখানে ইয়াবা সেবনকালে তিনজনকে হাতেনাতে আটক করি। তাদের কাছে ৪৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করি।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গুলশান সার্কেলের পরিদর্শক এস এম শামসুল কবীর ও আব্দুল মালেক তালুকদার উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে অধিদফতরের এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন।

এসকেডি/জেএস