সাবেক গভর্নর খোরশেদ আলম ও সাবেক মুখ্য সচিব ও বিওআই চেয়ারম্যান ড. এস এ সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২৯ জুলাই) পৃথক বার্তায় এ শোক প্রকাশ করেন ড. মোমেন।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, খোরশেদ আলম আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অন্যদিকে সাবেক মুখ্য সচিবের শোক বার্তায় মোমেন বলেন, এস এ সামাদ আমার শিক্ষক এবং ব্যক্তিগতভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক ও শিক্ষাবিদ। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ড. মোমেন উভয়ের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খোরশেদ আলম বুধবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৯২ থেকে ১৯৯৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা এস এ সামাদ বুধবার (২৮ জুলাই) বিকেলে তার রাজধানীর বারিধারার বাসভবনে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। এস এ সামাদ ১৯৯৬-০১ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এনআই/এসএসএইচ