চট্টগ্রামে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম আকবরশাহ থানার লতিফপুর টোলরোডের কালির ছড়া স্লুইস গেইট এলাকায় খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন ঢাকা পোস্টকে বলেন, টোল রোডের স্লুইসগেট এলাকায় এক যুবকের ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৪ বছর হবে। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
কেএম/এসকেডি
বিজ্ঞাপন