উদ্ধার হওয়া একজন হলেন মিরাজ

নিখোঁজের ৩ দিন পর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২ জেলেকে ভোলার চরফ্যাশন উপজেলার তেতুলিয়া নদীর পশ্চিম পার এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধার জেলে সেলিম মোল্লা (৩৫) ইন্দুরকানীর কালাইয়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে ও মিরাজ (২৭) একই গ্রামের সালাম হাওলাদারের ছেলে। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস।

উদ্ধারকারী জাহাজ মালিক আবুল বাশার জানান, আমাদের জাহাজটি মাছ ধরার জন্য বের হলে তারা আমাদের জাহাজকে দেখে হাত দেখালে আমরা তাদের কাছে গিয়ে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে।

চরফ্যাশনের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন জানান, দুই জেলেকে উদ্ধার করে চরফ্যাশনে নিয়ে এসেছেন উদ্ধারকারী ট্রলারের জেলেরা। তারা দুজনই মোটামুটি সুস্থ আছেন। আমি ইন্দুরকানীর স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলেছি। তাদের শারীরিক অবস্থার উন্নতি হলে আমরা পরিবারের কাছে আগামীকাল হস্তাস্তর করব।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের গঙ্গামতি পয়েন্টে উত্তাল ঢেউয়ের আঘাতে ইন্দুরকানীর কালাইয়া গ্রামের জাহাঙ্গীরের মাছ ধরা ট্রলারের তলা ফেটে যায়। এ সময় সমুদ্রে ডুবে ওই ট্রলারের ২ জেলে নিখোঁজ হয়। দুর্ঘটনা কবলিত ট্রলারটিতে মোট ১১ জন জেলে ছিল। ট্রলারসহ বাকি ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

আবীর হাসান/এমএএস