মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন

আরও এক বছর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান থাকছেন মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) তার চুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১০ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে তার মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।  

এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মঈন উদ্দিন ১৯৬১ সালের ২ জানুয়ারি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার খুশিপুর গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১৯৮৪ সালে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৮৪ সালের ২০ ডিসেম্বর লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। 

তিনি সেনাবাহিনীতে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের প্রধান ছিলেন এবং এমআইএসটিতে ডীন হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।  

মঈন উদ্দিন ১৯৯৪-৯৫ সালে জাতিসংঘের ইরাক-কুয়েত মিশনে এবং ২০০৫-২০০৬ সালে জাতিসংঘের কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে কাজ করেন। তিনি ২০১১ সালের ২৫ জুলাই ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে এবং ২০১৫ সালের ২৯ নভেম্বর মেজর জেনারেল হিসেবে পদোন্নতি লাভ করেন।

তিনি ২০১১ সালের ২৪ অক্টোবর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। সর্বশেষ ২০১৮ সালের ১০ জানুয়ারি আরইবির চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পান মঈন উদ্দিন।

এসএইচআর/এইচকে