বিশ্বের সর্ববৃহৎ নারী সংগঠন বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার (ওয়াগ্স) ৩৭তম বিশ্ব সম্মেলন শেষ হয়েছে। এবারের সম্মেলন থেকে  অনূর্ধ্ব ৩০ বছর বয়সী যুবাদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। 

২৭ জুলাই অনলাইন প্লাটফর্মে শুরু হয় এ সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ওয়াকিং টুগেদার, ওয়াকিং ফার’। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম হেড অব ডেলিগেট এবং অনূর্ধ্ব ৩০ বছর বয়সের তরুণী সদস্য জাতীয় রেঞ্জার কাউন্সিলের সেক্রেটারী তাহমিনা বিনতে সিরাজ ডেলিগেট হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এ ছাড়া অবজারভার হিসেবে সম্মেলনে অংশ নেন সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন), প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম), জাহান আরা বেগম, কোষাধ্যক্ষ, অধ্যক্ষ রফিকা আফরোজ, সহযোগি কোষাধ্যক্ষ, সাহেদা হোসেন চৌধুরী, প্রশিক্ষণ কমিশনার, রওশন ইসলাম, আঞ্চলিক কমিশনার, রাজধানী অঞ্চল, মহসিনা আশরাফ, সদস্য, আন্তর্জাতিক সাব কমিটি, তানজিনা বিনতে মোশাররফ, জেনারেল সেক্রেটারি, মালেকা পারভীন, জাতীয় কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা, মুনিরা হাবিবা, চেয়াম্যান, জাতীয় রেঞ্জার কাউন্সিল। 

এবারের বিশ্বসম্মেলনে ওয়ার্ল্ড বোর্ডসদস্য পদে নির্বাচনের জন্য অনূর্ধ্ব ৩০ বছর বয়সের যুবানেত্রী ও প্রকল্প সাব কমিটির সদস্য এবং ভূমি মন্ত্রণালয়ের সহকারি কমিশনার মাহনাজ হোসেন ফারিবাকে অ্যাসোসিয়েশন থেকে মনোনয়ন প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

৫ দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে যুব সমাজের নেতৃত্ব দানের সুযোগ সৃষ্টি এবং তাদের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া  হয়। ভিন্নতাকে স্বাগত জানিয়ে সকলের জন্য সমান সুযোগ প্রদানের  প্রত্যয়ে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। 

বাসস।  

এনএফ