রাজধানীর উত্তরা পূর্ব থানার হাজতে রিমান্ডে থাকা এক আসামি আত্মহত্যা করেছেন। তার নাম মোহাম্মদ লিটন। তিনি মাদক সংক্রান্ত একটি মামলায় রিমান্ডে ছিলেন।

সোমবার (২ আগস্ট) মধ্যরাতে আত্মহত্যার ঘটনাটি ঘটে।

উত্তরা পূর্ব থানা জানায়, গত ৩১ জুলাই র‍্যাব-১ এর একটি দল উত্তরা বিডিআর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮ পিস ইয়াবাসহ লিটনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকের মামলা দেওয়া হয়। তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। সোমবার রিমান্ডের প্রথম দিন শেষে রাতে তিনি আত্মহত্যা করেন। নিহত লিটনের বাড়ি বগুড়ার কাহালু থানা এলাকায়।

পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা এই ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি। সেখানে দেখা যায়, রাত আনুমানিক ২টার পর ওই আসামি হাজতে থাকা কম্বল ছিঁড়ে ফেলে। সেই টুকরা নিয়ে হাজতের ভেতরের টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত সাড়ে ৩টার দিকে পুলিশ এবিষয়ে জানতে পেরে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ডিসি বলেন, হাসপাতালে ম্যাজিস্ট্রেটের সামনে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে।

এ ঘটনায় উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার  তাপস কুমার দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাইসহ সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রস্তুত করবে।

এআর/জেডএস