লকডাউনের মধ্যেও অ্যাম্বুলেন্সে আসছে গাঁজা
কঠোর বিধিনিষেধের মধ্যে থেমে নেই মাদকের কারবার। চলমান পরিস্থিতিতে যান চলাচলে বিধিনিষেধ রয়েছে। তবে এর মধ্যেই মাদক পরিবহন হচ্ছে অ্যাম্বুলেন্সে।
মঙ্গলবার (৩ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে ৮৫ কেজি গাঁজা এবং অ্যাম্বুলেন্সসহ এক মাদক কারবারিকে আটকের পর বুধবার এমন তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্সে গাঁজার চালান ঢাকায় আসছে।
বিজ্ঞাপন
ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ঢাকা-চিটাগাং (চট্টগ্রাম) রোড সংলগ্ন এক্সিম ব্যাংকের সামনে চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সচালক ও মাদক কারবারি দেলোয়ার হোসেনকে (৩৬) আটক করে। তার বাড়ি কুমিল্লার বুড়িচং রাজাপুর (উত্তর পাড়া)।
পরে অ্যাম্বুলেন্স তল্লাশি করে রোগীর জন্য নির্ধারিত শয্যার নিচ থেকে ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করার সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না।
বিজ্ঞাপন
বীণা রানী দাস জানান, অ্যাম্বুলেন্স চলমান লকডাউনের আওতামুক্ত হওয়ায় অসাধু মাদক কারবারিরা অ্যাম্বুলেন্সকে মাদক পরিবহনের নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দেলোয়ার জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেরানীগঞ্জ থেকে দুই মাদক কারবারি আটক
অন্যদিকে, র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার রাতে র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৯৯৬ পিস ইয়াবাসহ মো. নাইম উদ্দিন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এছাড়া, একই রাতে র্যাব- ১০ এর আরেকটি দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় একটি অভিযান চালিয়ে ইয়াবাসহ রিতা বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কয়েকদিন ধরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জেইউ/আরএইচ