পরীমণি-রাজ বনানী থানায়, আজই পাঠানো হবে আদালতে
চিত্রনায়িকা পরীমণিকে বনানী থানায় নিয়ে এসেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মামলা রুজু শেষে পরীমণিকে আজই আদালতে পাঠানো হবে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ৫টা ৩৫ মিনিটে র্যাব সদর দফতর থেকে তাকে নিয়ে আসা হয়। এর আগে সংবাদ সম্মেলন করে তাকে আটকের বিষয়ে ব্রিফ করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন।
বিজ্ঞাপন
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, র্যাব সদস্যরা পরীমণি ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে থানায় নিয়ে এসেছেন। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব বাদী হয়ে মামলা করছে। মামলা রুজু শেষে পরীমণিকে আজই কোর্টে পাঠানো হবে।
বিজ্ঞাপন
থানা সূত্রে জানা যায়, গতকালের অভিযানে পরীমণির বাসা থেকে আটক আশরাফুল ইসলাম দীপু ও রাজের বাসা থেকে আটক সবুজ আলীকেও থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসি/এসএম/জেএস