চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশ ফাঁড়ির সামনে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. মারুফ (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

রোববার (৮ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

মো. মারুফ বরিশাল জেলার আব্দুল বারেকের ছেলে। তিনি ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন।

ওসি দুলাল মাহমুদ বলেন, মারুফ রাজমিস্ত্রির ঠিকাদার হিসেবে কাজ করতেন। পটিয়ার জিরি এলাকার একটি মসজিদ নির্মাণের ঠিকাদারির কাজ পেয়েছিলেন। সকালে মসজিদের কাজ তদারকির জন্য যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা মাসুদ এগ্রোর একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির।

ওসি বলেন, এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলে থাকা মাসুদ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

কেএম/এইচকে