ভ্যাকসিনের সংকট হবে না, আরও সোর্সিং করা হচ্ছে : প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের সংকট হবে না, আরও সোর্সিং করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ভ্যাকসিন সংক্রান্ত আলোচনায় এ কথা জানান প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আগামী ২৫ জানুয়ারি ভ্যাকসিনের প্রথম চালান আসবে।
এ বিষয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এটার বিষয়ে পলিপি তৈরি করবে। সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবেন যারা চিকিৎসার সঙ্গে জড়িত আছেন।
বিজ্ঞাপন
ভ্যাকসিন পাওয়া নিয়ে তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে চিন্তার কিছু নেই। যথেষ্ট পরিমাণ ভ্যাকসিনের ব্যবস্থা করে রেখেছি। তিন চারটা কোম্পানির সঙ্গে আমাদের কন্ট্রাক্ট হয়েছে।
শেখ হাসিনা বলেন, ভ্যাকসিনের সঙ্কট হবে না। আরও সোর্সিং করা হচ্ছে। প্রায়োরিটি বেসিসে বিতরণ করা হবে ভ্যাকসিন। আমি স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দিয়েছি বণ্টনে যেন কোনো অনিয়ম না হয়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, আবদুর রাজ্জাক, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও আবদুস সোবহান গোলাপ।
এইউএ/এফআর