নিখোঁজের ১৯ দিন পর সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে র‍্যাব।

সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

এক বার্তায় র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করেছে। র‍্যাব জানায়, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের কিছু অংশ এখনো উদ্ধার করা হয়নি। সেটি উদ্ধারে বেশ কয়েকটি স্থানে অভিযান চলছে।

নিহত অধ্যক্ষের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামে। তিনি গত ২২ জুলাই নিখোঁজ হন। এঘটনায় তাঁর পরিবার একটি জিডি করেন।

র‍্যাব জানায়, এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‍্যাব।

এআর/এনএফ