শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৯ আগস্ট) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না, হয়নি। এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে।’

সরকার কী চিন্তা করছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ওনারা আলাপ করছেন, কীভাবে কী করা যায়। আগে তো ভ্যাকসিনেশন জোরদার করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদেরও দেওয়া যায়, তারপরেও দেখা যাক, এটা শিক্ষা মন্ত্রণালয় ব্রিফ করবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিক্রিয়েশন সেন্টার (বিনোদন কেন্দ্র) বা এ ধরনের সমাগমের কোনো অনুমতি দেওয়া হয়নি।’

এসএইচআর/জেডএস