করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান কঠোর বিধিনিষেধ না মানায় সোমবার (৯ আগস্ট) ২৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ১০২ জনকে জরিমানা করা হয়েছে ৭৪ হাজার ১৫০ টাকা।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি থেকে জানানো হয়, বিধিনিষেধে নিয়ম অমান্য করায় রাজধানীতে ২৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০২ জনকে ৭৪ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে। ৪৬৮ টি গাড়িকে ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে গতকাল রোববার (৮ আগস্ট) ডিএমপি ২৪১ জনকে গ্রেফতার, মোবাইল কোর্টে ৮৪ জনকে ৩৭ হাজার ৪৫০ টাকা জরিমানা ও ডিএমপি ট্রাফিক কর্তৃক ৫৩৭ টি গাড়িকে ১২ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে।

জেইউ/ওএফ