সম্প্রতি গ্রেফতার হওয়া চিত্রনায়িকা পরীমণি ও মডেল পিয়াসা ইস্যুতে কাউকে হয়রানি করা হবে না। সোমবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

রিমান্ডে থাকা পরীমণি কিংবা পিয়াসা কারও নাম বলেছেন কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও নাম বললেই কি হবে নাকি? যাচাই-বাছাই রয়েছে না? আপনারা (সাংবাদিক) ভালো করে প্রচার করেন যে, কাউকে হয়রানি করা হবে না।

৪ আগস্ট নিজ বাসা থেকে মাদকসহ আটক করা হয় পরীমণিকে। পরদিন তার বিরুদ্ধে র‍্যাব-১ বাদী হয়ে বনানী থানায় মাদক আইনে মামলা দায়ের করে। একই দিন পরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।   

অন্যদিকে, ১ আগস্ট রাত ১০টার দিকে গুলশান থানার বারিধারার ৯ নম্বর রোড এলাকায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সে সময় তার বাসা থেকে বিদেশি মদ, ইয়াবা ও সীসা জব্দসহ তাকে আটক করা হয়।

পরে তাকে নিয়ে মোহাম্মদপুরের বাবর রোডে মডেল মৌয়ের অভিযান চালায় পুলিশ। সেখান থেকেও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে মৌকেও আটক করা হয়। দুজনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।

এসএইচআর/আরএইচ