রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় সাবান ফ্যাক্টরির গলি‌ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি গাড়ির ধাক্কায় ফারুক হোসেন (৪০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার ( ৯ আগস্ট) রাতের ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহতের ভাই রাজু ঢাকা পোস্টকে জানান, গেন্ডারিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন ফারুক। রাতে বাসায় ফেরার সময়, ধোলাইপাড় সাবান ফ্যাক্টরি গলি এলাকায় রাস্তা পার হতে গেলে সিটি করপোরেশনের একটি গাড়ি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, বর্তমানে ধোলাইপাড় এলাকাতেই পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি রংপুরের কোতোয়ালি থানা এলাকার মৃত মনসুর আলীর ছেলে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসএম