রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মধ্যরাতে নিউইয়র্কের টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শন শুরু হবে। ১৬ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা হবে ৭২০ বার।

মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তার আগে  আনোয়ার গ্রুপ ও ফাইন্যান্স গ্রুপ এ প্রদর্শনীর জন্য ২৫ লাখ টাকা করে পররাষ্ট্রমন্ত্রীর কাছে চেক হস্তান্তর করে। 

পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু হয়ে পরের দিন পর্যন্ত প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড করে টাইমস স্কয়ারের পুরো বিলবোর্ডে চলবে বঙ্গবন্ধুর আলো ঝলমলে ছবি। এরকম ৭২০ বার বিলবোর্ডে ভেসে উঠবে বঙ্গবন্ধুর ছবি।

ড. মোমেন বলেন, ‘প্রদর্শনীর ছবিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক থাকবে। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। বাংলাদেশের ব্র্যান্ডিং হবে। এই সুন্দর সুযোগ হাতছাড়া করা উচিত নয়। ড্রিম প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজকে আমরা সাপোর্ট করছি। এটার জন্য সরকার টাকা দিচ্ছে না। বেসরকারি প্রতিষ্ঠাগুলো সহযোগিতা করছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে দায়বদ্ধতা আছে। বঙ্গবন্ধুর কথা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। প্রবাসীরা নিজ উদ্যোগে এসব আয়োজন করেছেন বলে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রত্যেকটা মিশনে বঙ্গবন্ধু কর্নার করেছি। এটা শুধু কর্নার না, এগুলোতে বঙ্গবন্ধুর ছবি, ভিডিও, বার্তা রাখা হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে, সবাইকে জানানো।’

আগামী মাসে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের আগে এটি বাংলাদেশের জন্য খুব ইতিবাচক বলেও মন্তব্য করেন ড. মোমেন। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে কাউকে চাঁদাবাজি না করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। 

এনআই/এইচকে